- 13 Feb, 2025
আলোকিত ভবিষ্যতের পথে অগ্রগামী এক পদক্ষেপ
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে আমাদের বিশাল যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানের মূল শক্তিতে পরিণত করতে হবে। বাঘা ইউনিয়নের যুবসমাজকে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্ত করে কর্মক্ষম ও আত্মনির্ভর করতে "স্কিল ফর এমপ্লয়মেন্ট" প্রকল্পের আওতায় সেলাই প্রশিক্ষণ, পাইপ ফিটিং, ইলেকট্রনিক্স কাজ যেমনঃ- (মোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিসি ক্যামেরা ইঞ্জিনিয়ারিং), প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন, আধুনিক অফিস ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল, হাউজওয়্যারিং কোর্স, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষি বিষয়ে প্রশিক্ষণও অন্তর্ভুক্ত থাকবে।
উদ্যোগটি বাস্তবায়নে, আমাদের নিজস্ব জমিতে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এখানে কেবল পেশাগত দক্ষতার উপরই নয়, নৈতিকতার মানোন্নয়নের জন্য কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত কোর্সও অন্তর্ভুক্ত থাকবে। বিশেষত মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হবে, যা তাদের শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধি করবে।
এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বাঘা ইউনিয়নের যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পেশার জন্য যোগ্য করে গড়ে তোলা হবে, যা তাদের কর্মজীবনের সফল ভিত্তি স্থাপন করবে। সেইসাথে, জ্ঞান ও পাঠাভ্যাস বৃদ্ধির জন্য একটি সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন করা হবে যেখানে ইন্টারনেট সহ কম্পিউটার সুবিধা থাকবে। এ লাইব্রেরিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠ্যবইও রাখা হবে, বিশেষত যারা আর্থিক অসচ্ছলতার কারণে বই কিনতে অক্ষম তারা লাইব্রেরীতে বসে অধ্যায়নের সুযোগ পাবে এবং প্রয়োজনে লাইব্রেরী কার্ড ব্যবহার করে পাঠ্যবই বাড়িতে নিয়ে অধ্যায়ন করতে পারবে। এলাকার অসহায় মানুষদের সু-চিকিৎসার জন্য হেল্প সেন্টার স্থাপনের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবহার ও প্রয়োজনে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে।
ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আধুনিক কনভেনশন হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব থেকে অর্জিত আয় প্রশিক্ষণ কার্যক্রমের পরিচালনা ব্যয়ে ব্যবহার করা হবে, যা প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
আমাদের এই মহৎ উদ্যোগের সফল বাস্তবায়নে আপনাদের আন্তরিক সহযোগিতা ও আর্থিক সহায়তা প্রয়োজন। আসুন, একসাথে আমরা বাঘা ইউনিয়ন কে একটি আলোকিত, শিক্ষিত ও স্বনির্ভর সমাজ হিসেবে গড়ে তুলতে চাই।